Header Ads

আইফোন কেন এত জনপ্রিয়?

 আইফোন কেন এত জনপ্রিয়?
আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন আইফোনের ঘোষণা দেবে অ্যাপল। এর আগে প্রতি বছর নতুন আইফোন বাজারে ছাড়ার সময় আগের সংস্করণের চেয়ে দাম বাড়িয়েছে অ্যাপল। ধারণা করা হচ্ছে, এ বছর যে আইফোন বাজারে আসবে তার দাম হতে পারে প্রায় এক হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৮০ হাজার টাকার ওপরে। আশ্চর্যের ব্যাপার হলো, এত দাম হওয়ার পরও আইফোন নিয়ে মানুষের আগ্রহ, মাতামাতি বা পাগলামি কমেনি। কিন্তু কেন আইফোন এতটা জনপ্রিয়?

নকশা
আইফোন প্রথম বাজারে আসার সময় থেকেই বাকি স্মার্টফোনগুলোর থেকে দর্শনদারিতে আলাদা অবস্থান গড়েছে। আইফোনের সামনে বাটন মাত্র একটি, যা দিয়ে আপনি ফোনের মেইন মেনুতে ঢুকতে পারবেন। অন্যান্য স্মার্টফোনের ফ্রন্টে বাটনের সংখ্যা একের অধিক, যে কারণে ঝামেলাও বেশি। আইফোনের একটি মাত্র বাটন চেপে আপনি টাচ স্ক্রিনের সব ধরনের ফাংশনে ঢুকতে পারবেন। স্বতন্ত্র এ নকশার কারণেই আইফোন সবার মাঝে এতটা জনপ্রিয়। যে কারণে বাকি ফোন কোম্পানিগুলোও মাঝেমধ্যে তাদের অনুকরণের চেষ্টা করে।

সবচেয়ে বড় বিষয় হলো, আইফোনের গ্রাফিকস ইন্টারফেস যেকোনো প্রযুক্তিপ্রিয় মানুষকে মুগ্ধ করবে। অপারেটিং সিস্টেমও অত্যাধুনিক, বুদ্ধিদীপ্ত এবং ঝামেলাবিহীন। জবস একবার বলেছিলেন, আইফোনের আসল নকশা এর দেখনদারিতে নয়, এটা যেভাবে কাজ করে সেটাই।

নিরাপত্তা
অ্যাপলের কোনো ডিভাইস ভাইরাসে আক্রান্ত হয় না। হ্যাক করতে গেলেও ঘাম ছুটে যাবে। খোদ এফবিআই বেশ কিছুদিন আগে এক সন্দেহভাজনের আইফোনের লক খুলতে পারছিল না দেখে অ্যাপলের দ্বারস্থ হয়। অ্যাপল সেই লক খুলে দিতে অস্বীকৃতিও জানায়।

শুধু নিরাপত্তার কারণেই আইটিউনস ছাড়া খুব কমসংখ্যক ডিভাইসে ডেটা সিঙ্ক করা যায় না। এটা অনেক ক্ষেত্রে অসুবিধাজনক হলেও নিরাপত্তার ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মোবাইল অপারেটিং সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ বলা হয় অ্যাপলের আইওএসকে। সাম্প্রতিক এক পরীক্ষায় দেখা গেছে, মোবাইল অপারেটিং সিস্টেমের সবচেয়ে বড় হুমকি স্পাইওয়্যারের বিপক্ষে শুধু আইওএস ছাড়া আর কোনো মোবাইল প্রতিরোধ গড়ে তুলতে পারে না। অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, সিমবিয়ান কিংবা উইন্ডোজের তুলনায় আইওএস অনেক বেশি নিরাপদ। আইফোন হারিয়ে গেলে ‘ফাইন্ড মাই আইফোন’ সিস্টেম দিয়ে আপনি তা খুঁজে বের করতে পারবেন। যদিও এ অ্যাপের শতভাগ সুবিধা রয়েছে শুধুই উন্নত বিশ্বে। পাশাপাশি টাচ স্ক্রিন প্রযুক্তিতেও আইফোনেও সমকক্ষ নেই কেউ।

অভূতপূর্ব প্রযুক্তি
আইফোনের কল্যাণে আমরা এমন কিছু প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়েছি, যা এর আগে কেউ কখনো দেখেনি কিংবা জানত না। আজকের দুনিয়ায় অ্যাপসের জয়জয়কার। কিন্তু কার হাত ধরে আমরা প্রথম অ্যাপসের সঙ্গে পরিচিত হয়েছি? অবশ্যই স্টিভ জবস। আইফোন দিয়ে তিনি বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছেন অ্যাপস ধারণার সঙ্গে। আইফোনের আইটিউনস অ্যাপস স্টোরে এখন অ্যাপের সংখ্যা প্রায় সাড়ে তিন লক্ষাধিক। এসব অ্যাপ দিয়ে আপনি সামান্য মোবাইলেও কল্পনাতীত সব কাজ করতে পারবেন। আইফোনের সফটওয়্যারগুলোও সব আপডেট ভার্সন। বাকিরা ভাবতে পারেনি, এমন সব ভাবনা নিয়ে হাজির হয়েছিল আইফোন।

No comments

Powered by Blogger.